মহানগরে আবাসন ব্যবস্থাসহ ৮ দফা দাবী‌তে ব‌রিশা‌লে দ‌লিতদের মানববন্ধন

মহানগরে আবাসন ব্যবস্থাসহ ৮ দফা দাবী‌তে ব‌রিশা‌লে দ‌লিতদের মানববন্ধন

 

মহানগরে আবাসন ব্যবস্থা ও জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগােষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিতসহ বরিশালে ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (২১ মার্চ) বেলা ১১ টায় অশ্বিনী কুমার হলের সাম‌নে সদর রোডে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলােপ দিবস উপলক্ষ্যে এ মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালিত হয়েছে।

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের (বিডিইআরএম) জেলা সভাপতি ললিত কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ট্রেড ইউনিয়ন বরিশাল জেলার সভাপতি এ্যাড: এ, কে আজাদ, বাংলাদেশ মাইনােরিটি রাইটস ফোরাম এর সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত, নাগরিক উদ্যোগের এরিয়া অফিসার সুপ্রিয় দত্ত প্রমুখ।

এসময় বক্তারা জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন’ দ্রুত প্রণয়ন, আদমশুমারী-২০১১ এ দলিত জনগোষ্ঠীর জন্য অলাদা তথ্য সংগ্রহ,  জাতীয় বাজেটে দলিত সবার জন্য ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ বৃদ্ধি, সকল মহানগরী ও পৌরসভাসমূহে জনগােষ্ঠীর জন্য আবাসনের ব্যবস্থা সহ আট দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।